নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বছরের শেষ ত্রৈমাসিকের শেষ মাসে দেশে বেকারত্বের হার দাঁড়ালো সর্বোচ্চ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তথা CMIE-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর ২০২১-এ দেশে বেকারত্বের হার ৭.৯ শতাংশ। ২০২০ সালে দেশজোড়া লকডাউনের ধাক্কায় বেকারত্বের হার বেড়েছিল সাঙ্ঘাতিক ভাবে। সে ধাক্কা কিছুটা সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল।
কিন্তু কেন এই পরিস্থিতি! সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র অধিকর্তা মহেশ ব্যাস পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন যে, বর্তমান অর্থনীতির যা সামগ্রিক পরিস্থিতি তা চাকরিপ্রার্থীদের জন্য উপযুক্ত কাজের সংস্থান করে দিতে সম্পূর্ণ ব্যর্থ। ফলে কাজ বাড়লেও তা কাজের খোঁজ করা মানুষের সংখ্যার তুলনায় নগণ্য। সে কারণেই বেকারত্বের হার ক্রমবর্ধমান।
CMIE-এর দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে শহুরে এলাকায় বেকারত্বের হার ছিল ৯.৩ শতাংশ। অথচ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে তা ছিল যথাক্রমে ৮.৬২ শতাংশ, ৭.৩৮ শতাংশ ও ৮.২১ শতাংশ।
আরও পড়ুনঃ বিতর্ক সঙ্গীই রয়েছে সমীর ওয়াংখেড়ের, এবার অভিযোগ নিজের নামে বার লাইসেন্স রাখার
পাশাপাশি গ্রামীণ এলাকায় গত সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার ছিল ৬.০৬ শতাংশ। অক্টোবর মাসে তা বেড়ে হয় ৭.৯১ শতাংশ। নভেম্বর মাসে তা কিছুটা কমে ৬.৪৪ শতাংশ হয়েছিল। কিন্তু ডিসেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.২৮ শতাংশে।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসার মামলায় ২১ টি ধর্ষণের অভিযোগের প্রমাণ মেলেনি, মামলা ফেরত দিল সিবিআই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584