মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার প্রকোপে ত্রস্ত পৃথিবী। ভারতেও জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। করোনার সঙ্গে যুদ্ধে নেমেছে গোটা বিশ্ব। সংক্রমণ রুখতে বিভিন্ন দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। দীর্ঘ মেয়াদি লকডাউনের কারণে বন্ধ স্কুল, কলেজ, অফিস সহ নানান কর্মসংস্থান। এরই মধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ।

লকডাউনের জেরে এপ্রিলের শেষ সপ্তাহে রেকর্ড হারে বাড়ল বেকারত্ব। এখনও পর্যন্ত শেষ সপ্তাহে ভারতে বেকারত্বের হার ২৭.১১ শতাংশ। ভারতে করোনার ছায়া পড়ার আগেও অর্থনীতি খুব একটা ভাল জায়গায় ছিল না। মাত্র ২মাসের মধ্যে বেকারত্বের হার ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশ।
করোনার জেরে গোটা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ কাজ হারাতে পারেন বলে আগেই জানিয়েছিল রাষ্ট্রসংঘ। এখন চলছে তৃতীয় দফার লকডাউন। ফলে অফিস-আদালত সবই বন্ধ। পাশাপাশি বন্ধ কলকারখানা, ই-কমার্স, পরিবহণ সহ নির্মাণ কাজও। এর কারণে কাজ হারাচ্ছেন অনেকেই। আবার অনেকক্ষেত্র কেউ কর্মহীন না হলেও বেতন কমিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে, আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত কমে গেছে। লকাডাউনের প্রভাব পড়েছে পর্যটনেও। লকডাউনের কারণে রোজগারও বন্ধ। কিন্তু পেটের তো আর লকডাউন নেই। তাই পেটের টানে তাই সবজি নিয়ে বসতে হচ্ছে অনেক কর্মহীন মানুষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584