স্কুল পাঠ্যবইয়ে নারীদের খাটো করে উপস্থাপন করা হয়, বলছে ইউনেস্কোর রিপোর্ট

0
50

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

স্কুল পাঠ্যপুস্তকে নারীদের অবমাননার অভিযোগ আনল ইউনেস্কো। ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট অনুসারে, স্কুল পাঠ্যপুস্তকে মহিলাদের খাটো করে উপস্থাপন করা হয়। সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের চতুর্থ সংস্করণটিতে উল্লেখ করা হয়েছে, পাঠ্যপুস্তকে কেবল পুরুষদের ছবির তুলনায় মহিলাদের ছবির সংখ্যা যে খুব কম তাই নয়, তাঁদের উপস্থাপন করা হয় তুলনায় ‘কম মর্যাদাপূর্ণ’ পেশাজীবী এবং সমাজের অন্তর্মুখীন ও নিষ্ক্রিয় সদস্য হিসাবে।

Reading | newsfront.co
প্রতীকী চিত্র

একজন ডাক্তার হিসাবে যখন পুরুষদের দেখানো হয় তখন একজন মহিলাকে নার্স হিসাবে দেখানো হয়। অর্থাৎ কেবলমাত্র খাদ্য, ফ্যাশন বা বিনোদন সম্পর্কিত বিষয়গুলিতে মহিলাদের চিত্রিত করা হয়। স্বেচ্ছাসেবীর ভূমিকায় নারীদের দেখানো এবং পুরুষদের বেতনভোগী কাজের ক্ষেত্রে দেখানো হয়। লিঙ্গ বৈষম্যের এই দিকটাই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে কিছু দেশ লিঙ্গ ভারসাম্যের লক্ষ্যে পাঠ্যপুস্তকের ছবিগুলি সংশোধন করেছে।

আরও পড়ুনঃ ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের

রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে, নব্বইয়ের দশকে প্রকাশিত প্রথম শ্রেণির পাঠ্যপুস্তকে মহিলারা প্রায় অনুপস্থিত ছিলেন। ২০০১ সাল থেকে, তাঁদের পরোক্ষ ও ঘরোয়া ভূমিকা যেমন মা, যত্নশীল কন্যা এবং বোন হিসাবে উপস্থাপন করা হয়। বেশিরভাগ মহিলাকেই পরনির্ভরশীল হিসেবে দেখানো হয়। শিক্ষিকার পেশাই তাঁদের কাছে একমাত্র কেরিয়ার।

আরও পড়ুনঃ ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করছে মোদী সরকার

রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি ভাষার পাঠ্যপুস্তকের পাঠ্য ও চিত্রগুলিতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ৪৪ শতাংশ, বাংলাদেশে ৩৭ শতাংশ এবং পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ২৪ শতাংশ নারীর অংশীদারিত্ব বহাল। স্পেনে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা চরিত্রের অংশ ছিল ১০ শতাংশ এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ১৩ শতাংশ। ১২ হাজারেরও বেশি চিত্রের পঞ্চমাংশে মহিলারা ছিলেন।

ইউনেস্কোর এই রিপোর্টে স্পষ্ট যে, যতই সমানাধিকারের কথা বলা হোক না কেন আজও অর্ধেক আকাশ ছুঁতে পারেনি নারী। ২০১৯ সালে মহারাষ্ট্র স্টেট ব্যুরো অফ স্কুল বুক প্রোডাকশন অ্যান্ড কারিকুলাম রিসার্চ লিঙ্গগত স্টিরিওটাইপগুলি মুছে ফেলে বহু পাঠ্যপুস্তকের ছবি সংশোধন করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here