নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ শহরের উকিলপাড়া, যা ডাক্তারপাড়া নামেই এলাকায় পরিচিত। এখানেই থাকেন শহরের বেশিরভাগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। পেডিয়াট্রিক থেকে মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনো, শহরের নামজাদা ডাক্তারদের চেম্বার এই উকিলপাড়াতেই।
তাই দিনভর এই এলাকা রোগীর আত্মীয়দের ভিড়ে জমজমাট থাকত। তবে এখন চলছে লকডাউন। তাই ব্যাপক প্রভাব পড়েছে এই ডাক্তারপাড়ায়।
সমস্ত ডাক্তারের চেম্বারেই ঝোলানো হয়েছে চেম্বার বন্ধের নোটিশ। সেখানে উল্লেখ করা রয়েছে করোনা মহামারীর জন্য অনির্দিষ্টকাল বন্ধ থাকবে চেম্বার। ফলে মাথায় হাত অসুস্থ মানুষদের আত্মীয় পরিজনদের। এই পরিস্থিতিতে ভিড় বাড়ছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টালো টোটো, আহত এক যাত্রী
কিন্তু সেখানে গিয়েও যে সমাধান হচ্ছে, তা নয়। দিশেহারা রোগীর পরিজনদের প্রশ্ন, ডাক্তারবাবুরাই যদি ফিরিয়ে দেন তাহলে তারা কোথায় যাবেন।
এজন্য অধিকাংশ চিকিৎসক মোবাইল ফোনেই রোগীদের কথা শুনে ওষুধ বলে দিচ্ছেন। যাঁদের সেই সুবিধা নেই, তাঁরা উকিলপাড়া থেকে ঢিল ছোঁড়া দূরত্বের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগাযোগ করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584