বিজেপি ফিরলেই উত্তরাখণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধিঃ পুষ্কর সিং ধামি

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখন্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, উত্তরাখণ্ডের নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বড় ঘোষণা পুষ্কর সিং ধামির। শনিবার এক সাক্ষাৎকারে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন যে, নতুন সরকারের শপথগ্রণের পরই তৈরি হবে একটি কমিটি। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি করবে এই কমিটিই। বিয়ে, বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার এবং সম্পত্তি সংক্রান্ত আইন সব ধর্মের জন্য একই হবে।

Puskar Singh Dhami | newsfront.co
ছবি: ফেসবুক

যদিও বিরোধীরা বলছেন হার নিশ্চিত বুঝে গিয়েছে বিজেপি, তাই শেষ মুহূর্তে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভোট টানার পুরনো পন্থা নিয়েছে তারা। তবে ধামি বলেছেন, এটা তাঁর দলের শপথ। দেবভূমির সংস্কৃতি অটুট রাখতে এই পদক্ষেপ করতে চান তিনি।

‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।‘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই উক্তি বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে নরেন্দ্র মোদির সরকার। তবে বিরোধীদের প্রবল বাধায় তা এখনও কার্যকর হয়ে ওঠেনি।

আরও পড়ুনঃ টুইট করে রাজ্যের বিধানসভা অধিবেশন স্থগিতের ঘোষণা রাজ্যপাল জগদীপ ধনখড়ের

এদিন ধামি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। ধামির বক্তব্য, সুপ্রিম কোর্টও বারবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেও এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

আরও পড়ুনঃ CAA: ক্ষতিপূরণ আদায় অবিলম্বে বন্ধ করতে যোগী সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here