নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শুধু ভারতীয়রা নন, LIC’র শেয়ার কিনতে পারবে বিদেশিরাও। শনিবার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র। LIC’র আইপিও বাজারে আসার আগে বড় ঘোষণা কেন্দ্রের।
এর ফলে, LIC’র ২০ শতাংশ কিনতে পারবে বিদেশী সংস্থাও, সেক্ষেত্রে তাদের আর দেশীয় কোন সংস্থার সাহায্যের প্রয়োজন পড়বে না। ফলত LIC’র শেয়ারে শুধুমাত্র দেশীয় সংস্থার একচ্ছত্র আধিপত্য থাকছে না। বাড়বে প্রতিযোগিতা একই সঙ্গে বাড়বে শেয়ারের দামও । এর ফলে LIC’র শেয়ার ভালো রকম মুনাফা হবে কেন্দ্রীয় সরকারের।
আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে দেশের সর্ববৃহৎ বিমা শের সর্ববৃহৎ বিমা সংস্থা LIC’র আইপিও। তবে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে বলে জানা গিয়েছে প্রথম সারির জাতীয় স্তরের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে। তার দু’দিন পরে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও কিনতে পারবেন LIC’র শেয়ার।
আরও পড়ুনঃ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত, ভেটো প্রয়োগ রাশিয়ার
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। কিন্তু ২০ শতাংশ এফডিআই এর ফলে শেয়ার মূল্য আরও বাড়ার সম্ভাবনা। শেয়ার বাজার বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এত বড় অঙ্কের আইপিও এর আগে বাজারে আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584