ভগবানপুরের সভায় কেন্দ্রীয় মন্ত্রী সাহানাওয়াজ

0
195

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাহানাওয়াজ হোসেন, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, উত্তর কাঁথির বিধায়িকা বনশ্রী মাইতি, ভগবানপুর বিধানসভার বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি সহ একাধিক নেতৃত্ব।

shahnawaz hussain | newsfront.co
সাহানাওয়াজ হোসেন। নিজস্ব চিত্র

বিশাল জনসভায় হেলিকপ্টার করে সভা মঞ্চে পৌঁছন সাহানাওয়াজ হোসেন। এদিনের সভায় সুবিশাল জনসমুদ্র লক্ষ্য করা যায়।ভগবানপুরের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি নেতৃত্ব।কেন্দ্রীয় মন্ত্রী সাহানাওয়াজ হোসেন বলেন, “বদলা ভোটে অবশ্যই নিতে হবে, কিন্তু বাংলা মন কেড়েছে, আসল পরিবর্তন হবেই।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূল বাহানা করছে, নন্দীগ্রামে যখন গুলি চলে তখন সুষমা স্বরাজের সাথে আমি এসেছিলাম নন্দীগ্রামে।যখন ওর লড়াই চলছিল তখন আমরা ওকে বাঁচিয়ে ছিলাম। মা মাটি মানুষের দিদি এখন বোম, বন্দুক গুলির কথা বলে। মোদীর পাঠানো ৫ লাখ টাকা দিদি পকেটে ঢুকিয়ে নিয়েছে।এই যোজনা দিদি পেতে দেয়নি গরীব মানুষকে, দিদি কাটমানি, গুলি বারুদ নিয়ে চলে, দিদির ভাইপো পুরো বাংলা লুটে নিচ্ছে।

আরও পড়ুনঃ সেল্ফির যুগেও অটোগ্রাফ! আপ্লুত বাঁকুড়ার তারকা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি

সারা দেশে মোদী মোদী রব। বাংলাতেও দিদির কান পর্যন্ত যেন শোনা যায় মোদী রব। তৃণমূলকে ১০ বছর দিয়েছেন, এবার মোদীজিকে একবার সুযোগ দিন। দশ বছরে কোনো উন্নয়ন হয়নি, শুধু লুটেছে।বুথে গুন্ডাগিরি করে ভোট করার চিন্তা করলে তা সফল হবে না এবার, এইবার খেলা হবে।

এখানকার চিফ সেক্রেটারি রিপোর্ট দিয়েছে কোনো হামলা হয়নি দিদির ওপর। এখানে গকুল জানাকে তৃণমূল মেরেছে, তাঁর পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছি। বাংলার ভগবানপুরে আমার প্রথম সভা শুরু, এবার প্রত্যেক জায়গায় সভা করব। সব দল ভয় দেখিয়ে ভোট নেয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি তা করেনা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here