মাদার টেরিজার সংস্থার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, সরব বাংলার মুখ্যমন্ত্রী

0
82

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মাদার টেরিজা প্রতিষ্ঠিত ‘মিশনারিজ অফ চ্যারিটি’ -র সব ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিয়েছে কেন্দ্র, এমনটাই অভিযোগ উঠেছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

PM Modi Mamata Banerjee

মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “ক্রিসমাসের দিন মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির সবক’টি ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমি স্তম্ভিত। অন্তত ২২ হাজার কর্মী ও রোগী ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে। মানছি, আইন সবার আগে। তবে মানবিকতার সঙ্গে আপস করা উচিত নয়।” যদিও এ প্রসঙ্গে এখনও কেন্দ্র বা মিশনারিজ অফ চ্যারিটি কোনও প্রতিক্রিয়া জানায়নি। তদন্তের জন্য সব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর।

এ বিষয়ে সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। টুইটারে তিনি জানিয়েছেন, ‘শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, নগদ ব্যবহারেরও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।’

কিন্তু হঠাৎ কেন বন্ধ করা হল মাদার টেরিজার প্রতিষ্ঠিত সংগঠনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, সেই নিয়ে উঠছে প্রশ্ন। গত ২ সপ্তাহ আগে মোদী রাজ্য গুজরাটের বদোদরায় বিতর্কে জড়ায় এই সংগঠন। জোরপূর্বক করে ধর্মান্তকরণের অভিযোগ ওঠে মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে, এফআইআরও দায়ের হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এহেন পদক্ষেপ কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি।

আরও পড়ুনঃ রাজ্যের নতুন লোকায়ুক্ত হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়

উল্লেখ্য, ১৯৫০ সালে কলকাতায় মাদার টেরিজা মিশনারিজ অব চ্যারিটি স্থাপন করেন। কলকাতার পাশাপাশি দেশের বাইরেও বহু জায়গায় সক্রিয় এই চ্যারিটি। প্রায় ২৪৩টি হোম রয়েছে এই সংগঠনের। তবে হঠাৎই এই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সংগঠনের এক সদস্য জানান, ‘‘সারা দেশে এবং বিদেশে অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আমরা। কয়েক হাজার অসুস্থ মানুষের সেবা করা হয়। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার ফলে সেই রোগীরা সমস্যার মুখে পড়বে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here