ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার কেন্দ্রীয় তৈলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। তিন দিন আগে তিনি মোদি অমিত শাহের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
#COVID19 के लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया जिसमें मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। डाक्टरों की सलाह पर मैं अस्पताल में भर्ती हूँ और स्वस्थ हूँ।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) August 4, 2020
তিনি নিজেই টুইট করে মঙ্গলবার জানান যে করোনা লক্ষণ দেখা দেওয়ায় তিনি পরীক্ষা করান। পরীক্ষায় করোনা ধরা পড়ে।ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি গুরগাঁও এর এক হাসপাতালে ভর্তি হন এবং তিনি ভালো রয়েছেন বলে জানান।
অমিত শাহের পর তিনিই মোদি মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য যিনি করোনা আক্রান্ত।এর আগে গত ২রা আগস্ট করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584