করোনা রুখতে মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাধারে প্রতিমা নিরঞ্জন করে নজির ত্রিধারা সম্মিলনীর

0
136

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

চিরাচরিত শোভাযাত্রা করে গঙ্গায় প্রতিমা বিসর্জনের রীতি অনুসরণ করে পুজো কমিটিগুলি। তবে এবার কোভিড বিধি মেনে বেশিরভাগ পুজো শোভাযাত্রা না করলেও অনেক স্থানীয় পুজো তাদের এলাকার মধ্যে শোভাযাত্রা করেই ঘুরেছে।

Maa Durga Bisarjan | newsfront.co
মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাধারে প্রতিমা বিসর্জন। নিজস্ব চিত্র

সব ক্ষেত্রে পুলিশের পক্ষেও নজরদারি সম্ভব হয়নি। কিন্তু করোনা সংক্রমণ রুখতে নিজেদের দায়িত্বের কথা মাথায় রেখে মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাধার তৈরি করে বিসর্জনে অভিনবত্ব নিয়ে এল দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজো কমিটি। সোমবার এই কৃত্রিম জলাধারেই বিসর্জন দেওয়া হল প্রতিমা।

Maa Durga Visarjan | newsfront.co

মানুষের সচেতনতা না তৈরি হলে তা যে কোনও কাজেই আসবে না, তা যেন দেখিয়ে দিয়েছে পুজোর পর বাড়ন্ত সংক্রমণ। তবে দক্ষিণ কলকাতার পুজোর ত্রিধারা সম্মিলনীর ৭৪তম বর্ষে প্রথম থেকেই করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখতে চেয়েছিলেন এই পুজো উদ্যোক্তারা। তাদের পুজোর থিম ছিল ‘কোভিড যোদ্ধা’।

Tridhara Sammilani | newsfront.co

সোমবার ত্রিধারার পুজোর অন্যতম আয়োজক লাল্টু মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রতিমা নিরঞ্জন যতই সাদামাটা ভাবে হলেও অনেক লোকের প্রয়োজন হয়। ছোট হলেও একটা শোভাযাত্রা হবেই। আর প্রতিমা লরিতে তোলা এবং নামানোর জন্য ধাক্কাধাক্কিতে শারীরিক দূরত্ব বিধি মানা অসম্ভব।’

আরও পড়ুনঃ পিপিই পরে প্রতিমা বরণ, কড়া নিরাপত্তায় শোভাযাত্রা-হীন বিসর্জনে নজির কলকাতার

Tridhara Sammilani | newsfront.co

সেই কারণেই অনেক ভেবে চিন্তে পুজোর শুরু থেকেই মণ্ডপের সামনে ২০ ফুট লম্বা এবং সমান প্রস্থের একটি চৌবাচ্চা তৈরি করা হয়েছিল। সেখানেই হল এদিন প্রতিমা নিরঞ্জন। প্রথমে ক্রেন দিয়ে মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয় চৌবাচ্চায়। তারপর ‘ওয়াটার জেট’ দিয়ে প্রতিমার মাটি গলিয়ে তার কাঠামো তুলে ফেলা হয়। অন্যরকম এই ভাবনাচিন্তাকে কুর্ণিশ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজনই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here