তন্ময় মণ্ডল, কলকাতা:
আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে পৌঁছে গেলেন রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন উপাচার্য। মঞ্চে দেখা গেল পঞ্চানন বর্মা, সিধো-কানহু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। সাথে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকী বর্ধমান জেলার শিক্ষা অধিকারিকেও দেখা যায় এই ধরনায়।

জানা গেছে, গতকালই রাজ্যের সমস্ত উপাচার্যদের নিয়ে বৈঠক করবেন, জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোনও উপাচার্য এই বৈঠকে অংশগ্রহণ করেনি। তাদের দাবি রাজ্যপালের চিঠি নিয়ম মেনে পৌঁছায়নি তাদের কাছে।

বিশ্ববিদ্যালয়ের নয়া নিয়ম অনুযায়ী, উপাচার্যদের রাজ্যপাল তলব করতে পারেন কিন্তু সেই চিঠি যাবে রাজ্যের শিক্ষা দফতরের মাধ্যমে। উপাচার্যদের অভিযোগ, তাঁরা যে চিঠি পেয়েছেন, সেটি শিক্ষা দফতরের মাধ্যমে আসেনি আর এ জন্যই তারা বৈঠকে অংশগ্রহণ করেনি।
আরও পড়ুনঃ মকরসংক্রান্তি উপলক্ষে সাগরতট এখন মিনি ভারত


বিরোধী পক্ষ এই তিন উপাচার্যের তৃণমূলের ধরনা মঞ্চে আসা নিয়ে প্রশ্ন তুলছে। প্রশ্ন তুলছে তাঁদের নিরপেক্ষতা নিয়েও। তবে বলা বাহুল্য, রাজ্যপালের বৈঠকে অংশগ্রহণ করা না করার সাথে, প্রয়োজনের স্বার্থে ধরনা মঞ্চে অংশগ্রহণ করা না করার কোনও সম্পর্ক নেই।
রাজনৈতিক মহলে বিরোধীরা অনেক বিতর্কমূলক প্রশ্ন তুললেও এ সবই মূল ইস্যুর অভিমুখ বদলে দেওয়ার চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584