নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ছাত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ানোয় বহিস্কার করা হল বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গল কমিটির সভাপতি মাহফুজুর রহমানকে।
জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের পড়ুয়া মাহফুজুর সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একথা সিঙ্গল কমিটির সদস্যরা জানতে পারার পর, বিষয়টির সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন সদস্যরা।
আরও পড়ুনঃ হলিউডের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র ক্রিক ডগলাসের জীবনাবসান
বর্তমানে মাহফুজুরের জায়গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গল কমিটির সভাপতি করা হয়েছে নবীর হোসেন জয়কে। তিনি রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়া। নবীর হোসেন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে মাহফুজুর সিঙ্গল কমিটির সংবিধান বহির্ভূত কাজ করেছে।
কমিটির সভাপতি হয়েও সম্পর্কে জড়ানো কমিটির নৈতিকতাকে লঙ্ঘন করা। এটা আমাদের জন্য দুঃখজনক ও তাঁর জন্য দুর্ভাগ্যজনক। খবর পেয়েই আমরা সর্বসম্মতিক্রমে তাঁকে কমিটি থেকে বহিষ্কার করেছি।
অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গল কমিটির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মাহফুজুরকে বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করা হল। এর পর থেকে কেউ প্রেম করার আগে সতর্ক থাকবে। সব সিঙ্গলদের প্রতি আমাদের আবেদন, নারীদের প্ররোচনায় প্রেমে পড়ে ভুলেও বিশ্ববিদ্যালয়ের সোনালি সময় নষ্ট করবেন না।‘
কমিটির সদস্যদের কথা শুনে আঁচ করা স্বাভাবিক যে তারা প্রত্যেকেই প্রণয়ের সম্পর্কে জড়ানোর তীব্র বিরোধী। পাশাপাশি এটি তাদের কমিটির নীতিবাদকেও ভুল প্রমাণ করে। জানা গেছে, গত কয়েক বছরে এই কমিটির সদস্যরা ভ্যালেন্টাইন্স ডে-তে ‘দুনিয়ার সিঙ্গল এক হও’— স্লোগান দিয়ে মিছিলও বের করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584