মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার ধাক্কায় পৃথিবীর এখন টালমাটাল পরিস্থিতি। এই মারণ ভাইরাসের কবলে ভারতও। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় গৃহবন্দি হয়েছেন সকলেই। এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে বাড়ি বসে বোর হওয়ার দিন শেষ। কারণ, শীঘ্রই মুক্তি পেতে চলেছে পিডি ফিল্মস্ প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘হোম’। এই শর্টফিল্মটির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
বর্তমানে করোনার জেরে প্রায় স্তব্ধ জনজীবন। কোভিড-১৯ এদেশ থেকে বিদায় নেওয়ার পর করোনার প্রভাবে ভারতের অর্থনীতি সিস্টেম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। করোনার কারণে অনলাইন ট্রানজেকশন আরও বেড়ে যাবে। সাইবার ক্রাইমের সংখ্যাটাও বাড়বে। এইসমস্ত ঘটনাগুলি নিয়েই বানানো হয়েছে শর্টফিল্ম ‘হোম’।
আরও পড়ুনঃ আয়ুষ্মান অভিনীত ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ এবার দেখা যাবে অ্যামাজন প্রাইমেও
শর্টফিল্মটিতে অভিনয় করছেন দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, শৌভিক দে, ঋষি সাহা, সায়ন্তিকা পোদ্দার, নেহা কুন্ডু, সৌরভ রায়, ঋতম ঘোষ, কৌস্তভ সাহা ও বিদিপ্ত মন্ডল।নিজেদের বাড়িতে বসেই শুট করেছে সকলে। কথায় আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সেরকমই এই শর্টফিল্মটিও পরিচালনা করেছে টিম ইউনিক্স একসঙ্গে।
শৌভিক দে-র গল্প ও কল্পিত বিষয়ে তৈরি হয়েছে ‘হোম’। স্ক্রিপ্ট লিখেছে কৌস্তভ সাহা। ২২ এপ্রিল ইউনিক্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘হোম’-এর ট্রেলার। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তার পরই মুক্তি পাবে এই শর্টফিল্মটি। দর্শকের সামনে একেবারে অন্যরকমভাবে ধরা দিতে চলেছে ‘হোম’। তাই এই শর্টফিল্মটি না মিস করতে চাইলে নজরে রাখুন ইউনিক্সের ইউটিউব চ্যানেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584