মনিরুল হক, কোচবিহারঃ
এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারের হাট গ্রাম পঞ্চায়তের এলাকায়।জানা যাচ্ছে, ওই এলাকার ইন্দ্রের কুঠি কুমারঘাট জলঢাকা নদীর চরে স্থানীয়রা প্রথমে ওই মৃতদেহটি দেখতে পায়।
এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চরে গলাতে দড়ি লাগানো মৃত অবস্থায় এই মহিলাকে দেখতে পাওয়া যায়।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় কুয়োয় পড়ে মৃত্যু ,চাঞ্চল্য
এলাকাবাসীরা মৃত মহিলাকে চিনতে পাড়ছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙ্গা থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ হবে বলে মনে করা হচ্ছে। মহিলার মুখে মাটি লাগানো দেখা গেছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১
পায়ে জুতো পরা অবস্থায় আছে। মাথাভাঙ্গা থানার আইসি তপন পাল বলেন,ওই অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584