নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কালুয়া নদীতে অজানা মাছ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় স্থানীয় বিশ্বজিৎ রায় নামে এক ব্যক্তির জালে উঠে আসে মাছটি। খবর দেওয়া হয় বনদপ্তরের দলগাঁও রেঞ্জে। জানা গিয়েছে, ডুডুয়া নদীতে মাছটিকে ছেড়ে দেন স্থানীয়রা। এদিকে বনদপ্তরের দলগাঁও রেঞ্জ সূত্রে জানা যায়, এই মাছটি সম্ভবত প্লেকো মাছ।
এই মাছ অ্যাকোয়ারিয়ামে চাষ করা হয় পোকা বা শ্যাওলা পরিষ্কারের জন্য। ফালাকাটা ব্লক মৎস আধিকারিক দেবোজোতি ভট্টাচার্য্য বলেন, এটি ক্রোকোডায়েল ফিস। এরা আবদ্ধ জলে থাকতে ভালোবাসে। শ্যাওলা এদের প্রধান খাদ্য। মাঝেমধ্যে এরা নদীতে চলে আসে। ভয়ের কোন কারণ নেই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584