বিরল প্রজাতির মাকড়সা উদ্ধার ঘিরে আতঙ্ক বালুরঘাটে

0
85

শিবশংকর চ্যাটার্জ্জী, উত্তর দিনাজপুরঃ 

ফের বিষাক্ত ও বিরল প্রজাতির লোমশ মাকড়শা উদ্ধার বালুরঘাট থানার হাজীপুর এলাকায়। বিষাক্ত লোমশ মাকড়শা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট থানার হাজীপুর এলাকায়।

spider | newsfront.co
লোমশ হুলযুক্ত মাকড়সা।নিজস্ব চিত্র

বনদফতর ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মাকড়শাটি ট্যারেন্টুলা প্রজাতির।ঘটনায় খবর দেওয়া হয় বালুরঘাট বনদফতরে।ফের লোমশ মাকড়শা উদ্ধারে আতঙ্ক ছড়ায় বালুরঘাটে।

গত বছর চলন্ত রেলে ট্যারেন্টুলা প্রজাতির মাকড়শা কামড়ে মৃত্যু হয় একজনের।এরপরই ট্যারেন্টুলা আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ।

বুধবার সকাল সাড়ে আট টার নাগাদ বালুরঘাট থানার হাজীপুর এলাকার গৌড় সূত্রধরের বাড়ির দরজার সামনে একটি বিরল প্রজাতির লোমশ মাকড়শা দেখা যায়।

আরও পড়ুনঃ বিরল প্রজাতির মাকড়সা, ট্যারেন্টুলা আতঙ্ক কোচবিহারে

সাধারণ প্রজাতির মাকড়সার থেকে আলাদা হওয়ায় তার সন্দেহ হয় মাকড়শাটি ট্যারেন্টুলা প্রজাতির।মাকড়শাটি একটি কন্টেনারের মধ্যে আটকে রেখে বুধবার বনদফতরে খবর দেন তিনি।এদিকে বিরল প্রজাতির ট্যারেন্টুলা মাকড়শা উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় ভিড় উপচে পরে।

এবিষয়ে গৌড় সূত্রধর জানান ট্যারেন্টুলা প্রজাতির মাকড়শার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এটির।তিনি আরও জানান ট্যারেন্টুলার মতোই বিষাক্ত হুল ও লোম রয়েছে।কিন্তু সঠিক কিনা সেটা বনদফতর বলতে পারবে।ঘটনার পর থেকেই গ্রাম জুড়ে চাপা আতঙ্ক গ্রাস করেছে।

অন্যদিকে বনদফতরের কর্মীরা জানিয়েছেন মাকড়শাটি উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া মাকড়শাটি ট্যারেন্টুলা না অন্য প্রজাতির তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here