নভেম্বর পর্যন্ত জারি থাকবে আনলক-৫, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

0
111

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নভেম্বর মাসে আনলক-৬ এর নির্দেশিকা প্রকাশের কথা ছিল কেন্দ্রের, কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নভেম্বর মাসে নতুন করে কোন কিছুতেই ছাড় ঘোষণা করা হল না। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নির্দেশিকায় কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, আনলক ৫-এর নির্দেশিকাই চালু থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত।

Unlock | newsfront.co
প্রতীকী চিত্র

গত ৩০ সেপ্টেম্বর আনলক ৫ এর নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দীর্ঘ কয়েকমাস পর ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল, মাল্টিপ্লেক্স খোলার অনুমোদন দেওয়া হয়। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে জমায়েতেও ছাড়পত্র দেওয়া হয়। স্কুল খোলার ব্যাপারে ১৫ অক্টোবরের পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়।

আনলক ৫-এর নির্দেশিকা:

  • ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খোলায় অনুমতি। এক্ষেত্রে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে। সেইসঙ্গে মানতে হবে প্রয়োজনীয় সুরক্ষাবিধি।
  • কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয় ,১৫ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে স্কুল, কোচিং সেন্টার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
  • অনলাইন ক্লাস চলবে, যেসব পড়ুয়ারা স্কুলে যাওয়ার বদলে অনলাইন ক্লাস করতে ইচ্ছাপ্রকাশ করবে, তাদের অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। স্কুলে হাজিরার ক্ষেত্রে কোনো জোর করা হবে না।

আরও পড়ুনঃ আসন হারিয়ে লাদাখে কোনরকমে জয়ী গেরুয়া বাহিনী

  • কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় সামাজিক, শিক্ষামূলক, খেলা, বিনোদন, সংস্কৃতি, ধর্মীয়, রাজনৈতিক ও অন্যান্য জমায়েতে অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০০ জন যোগ দিতে পারবেন। পরিস্থিতি বিবেচনা করে ১৫ অক্টোবরের পর থেকে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় এই সীমা ১০০ জনের বেশি করতে পারে রাজ্য। তবে, করোনা সংক্রমণ যাতে আর না বাড়ে তাই প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।
  • আনলক ৫-এর নির্দেশিকায় বলা হয়েছে, বদ্ধ স্থানে জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ আসনের ব্যবস্থা রাখা যাবে, আসন সংখ্যা সর্বোচ্চ ২০০রাখা যাবে । প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বা হাত ধোওয়া বাধ্যতামূলক।
  • প্রশিক্ষণের জন্য সুইমিং পুল ব্যবহার করা যাবে কিন্তু প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here