নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী কুলদীপ। এরপর বিজেপি থেকে তাকে বহিষ্কার করা হয়, চলে যায় বিধায়ক পদও। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সেই কুখ্যাত কুলদীপ সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেঙ্গারকে টিকিট দিল বিজেপি।
উন্নাও জেলা পঞ্চায়েতের বিদায়ী চেয়ারপার্সন সঙ্গীতা সেঙ্গার।আগামী ১৫ এপ্রিল থেকে ৪ দফায় পঞ্চায়েত নির্বাচন উত্তর প্রদেশে, ফতেপুর চৌরাসি ত্রিতয়া থেকে বিজেপির প্রার্থী হলেন সঙ্গীতা সেঙ্গার। এতদিন কোনও দলের প্রতীকে পঞ্চায়েত নির্বাচন হত না উত্তরপ্রদেশে, এ বার থেকেই পরিবর্তন হলো সেই নিয়মের।
আরও পড়ুনঃ শুভেন্দুকে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নোটিশ কমিশনের
বৃহস্পতিবার ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাতেই দেখা যায় প্রার্থী মনোনীত হয়েছেন সঙ্গীতা। ২০১৬ সাল থেকে উন্নাও জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন তিনি। যোগী রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা আগামী ২ মে।
উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুলদীপের যোগ থাকায় ২০২০ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। ১০ বছর হাজতবাসের সাজার পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও হয় তার।এছাড়া,নাবালিকাকে ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584