নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ভোটের আগেরদিন রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।
মৃত ওই তৃণমূল কর্মীর নাম সুধাকর মাইতি(৫৫)।তিনি মারিশদা থানার অন্তর্গত কুকড়াওল গ্রামের বাসিন্দা।গতকাল রাত্রি ১১টায় ওই তৃণমূল কর্মী একটি ফোন আসার পর সঙ্গে সঙ্গে ছুটে যান কাঁথি মহকুমা হাসপাতালে।এর ঠিক ঘন্টাখানেক পর ওই তৃণমূল কর্মীকে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনোরূপ উত্তর মেলেনি বলে পরিবার সূত্রে খবর।
জানা গেছে,ওই তৃণমূল কর্মী আগে ওই এলাকার দাপুটে সিপিএম নেতা ছিলেন কিন্তু রাজ্যের সরকার বদলের পর তিনি তৃণমূলে নাম লেখান।তবে মৃত তৃণমূল কর্মী সুধাকর মাইতির সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল বলে দাবী ওই কর্মীর পুত্র সুজিত মাইতির।
তার দাবী,বাবা দলবল করেছিল ঠিকই কিন্তু বাবার কোনো রাজনৈতিক শত্রু ছিল।তবে কি কারণে বাবার এই মৃত্যু হল তারজন্য আমি পুলিশে অভিযোগ জানাবো।
মৃত তৃণমূল কর্মীর পরিবার সূত্রে খবর,গতকাল রাত্রে এক পরিচিতকে দেখতে যান কাঁথি মহকুমা হাসপাতালে।এরপর রাত বাড়লে তাকে বারবার ফোন করা হলেও তার ফোন পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ষষ্ঠ দফা শুরুর আগেই , ঝাড়গ্রামে বিজেপি বুথ সভাপতিকে হত্যার অভিযোগ
এরপর রাত্রি ঠিক আড়াইটার সময় হঠাৎ একটি ফোন আসে এবং অপরিচিত এক কন্ঠে বলা হয়,বাবার দূর্ঘটনা হয়েছে।এরপর ওই তৃণমূল কর্মীর পুত্র বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা।ঘটনায় স্থানীয় কাঁথি মহকুমা হাসপাতালে গিয়ে দেখেন তার বাবার মৃত্যু হয়েছে।এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতাদের দাবী,বিজেপি এই খুন করেছে।তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584