ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
কলকাতা মেট্রোর ইতিহাসে নজির বিহীন ঘটনা।স্বয়ংক্রিয় দরজায় যাত্রীর হাত আটকে যাওয়া অবস্থায় চলতে থাকে মেট্রো সেই অবস্থায় লাইনের উপর পড়ে মৃত্যু ঘটে যাত্রীর।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী মেট্রোতে সামনের দিক থেকে তৃতীয় কামরায় উঠতে গিয়ে মধ্য বয়স্ক এক ব্যক্তির হাত আটকে যায় দরজায়।মেট্রোর স্বয়ংক্রিয় দরজা হাতের স্পর্শ বুঝতে না পেরে লক হয়ে যায় এবং সেই অবস্থায় চলতে থাকে ট্রেন।আতঙ্কিত যাত্রীরা চিৎকার করতে থাকে।প্ল্যাটফর্ম থেকে ছ্যাচড়ে লাইনে পড়ে মৃত্যু হয় যাত্রীর।থেমে যায় মেট্রো। ততক্ষণে ঘটে গিয়েছে চরম দূর্ঘটনা।এই ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে যে, ঘটনার পর ওই যাত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃত মেট্রো যাত্রীর পরিচয় জানা যায় নি।
ঘটনাস্থলে পৌঁছেছে ডিসি (দক্ষিণ) মিরাজ খালিদের নেতৃত্বে পুলিশ বাহিনী।ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুনঃ নাগর দোলনায় চেপে সেলফি তুলতে গিয়ে মৃত যুবক
এই ঘটনায় ঘিরে রাজ্য ও রেল প্রশাসন তোলপাড়।আপাতত বন্ধ মেট্রো চলাচল।কার গাফিলতিতে এই দূর্ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন।ঘটনার তদন্ত শুরু হয়েছে জানায় পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584