নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ – বালুরঘাট থানার ভারত- বাংলাদেশ সীমান্তের আউট পোস্ট ঘুমসিতে। মৃত জওয়ানের নাম পুরোষত্তম সিং, বয়স ৫৪ ৷ বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা শহরে।

আজ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের পর তার দেহ তার বাড়ির উদ্দেশ্যে পাঠানোর তোড়জোড় শুরু করেছে বিএসএফ বাহিনীর আধিকারিকরা। পাশাপাশি বালুরঘাট থানায় এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে মামলা রুজু করা হয়েছে ৷

ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সীমান্তের বিএসএফ-র ঘুমসি আউট পোস্টে পুরোষত্তম সিং নামে ওই বিএসএফ জওয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়লে অনান্য কর্তব্যরত জওয়ানরা তাকে অজ্ঞান অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
আরও পড়ুনঃ কোচবিহারে পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু,আহত ১
আজ সকালে তার মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি আটক করার পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্র মারফৎ জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584