নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বাড়বহলা গ্রামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সমগ্র এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, ৩১ বছরের মহিলা(দেবশ্রী দাস) বিবাহিত মেয়ের বাড়ি কোলাঘাট থেকে রাতে স্থানীয় এক যুবক ফোন করে জানায়, ঐ মহিলা অর্থাৎ বছর ৩১ এর মৃত দেবশ্রীর আত্মহত্যার বিষয়ে ইঙ্গিতপূর্ণ ফোন করে পরিবারের লোকজনকে আসার কথা জানায় বলে অভিযোগ।

তবে শুক্রবার ভোরবেলায় বাড়ির সামনে চায়ের দোকানের মধ্যে দেবশ্রী দাসকে পরিবারের একজন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মৃত দেবশ্রী দাসের স্বামী নিশিকান্ত দাস মানসিক ভারসাম্যহীন।সকালে এই ঘটনা জানাজানি হওয়ার পরই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুনঃ ভগবানগোলায় রান্নার আগুন থেকে মৃত্যু গৃহবধূর
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। মৃত মহিলার বাবা পুনিল শাসমল অভিযোগ করেন, এই ঘটনা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। স্থানীয় এক যুবক, যে বিষয়টি জানাতে ফোন করেছিলো সেই ব্যক্তি ঘটনার সাথে যুক্ত থাকতে পারে।
তবে কোলাঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে । অস্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ। সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584