রাজ্যপালের সম্মতিতে ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ আইনে রূপান্তর উত্তরপ্রদেশে

0
75

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শনিবার রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সম্মতি দিলেন ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের প্রস্তাবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের পেশ করা অধ্যাদেশে সম্মতি দিলেন রাজ্যপাল, অর্থাৎ এটি এবার পরিণত হল আইনে।

anandiben patel | newsfront.co
আনন্দীবেন প্যাটেল, রাজ্যপাল উত্তরপ্রদেশ। ফাইল চিত্র

এই আইন অনুযায়ী, উত্তরপ্রদেশে এখন থেকে বিয়ের জন্য কোনও মহিলার ধর্মান্তকরণ করা হলে তা ‘অবৈধ’ ঘোষিত হবে। বিয়ের পরে কেউ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে চাইলে আবেদন জানাতে হবে জেলাশাসকের কাছে। কোনওরকম প্রতারণার জেরে বা প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধর্মান্তকরণ করালে অভিযুক্তের ৩ থেকে সর্বাধিক ১০ বছরের সাজা হতে পারে, সঙ্গে দিতে হবে ২৫ হাজার টাকার জরিমানাও।

আরও পড়ুনঃ শুভেন্দু ইস্যুতে ‘ডোন্ট কেয়ার’ ভাব বামেদের

উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছিল যে ‘লাভ জিহাদ’ এর বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে তারা। গত মঙ্গলবার সেই খসড়ায় সম্মতি দেয় মন্ত্রিসভা, আজ সম্মতি দিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। এর আগে যোগী আদিত্যনাথ সংখ্যালঘু সম্প্রদায়কে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে যাঁরা পরিচয় গোপন করছেন তাঁরা যেন সেই ভুল আর না করেন নচেৎ ‘রাম-নাম সত্য’ হয়ে যাবে।

প্রশ্ন উঠেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হুঁশিয়ারির ভাষা নিয়ে এবং এমন একটি আইন সংবিধান সম্মত হতে পারে কিনা তা নিয়েও, কারণ কে কাকে বিয়ে করবেন তা একান্তই দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত বিষয়। ‘লাভ জিহাদ’ এর বিরুদ্ধে আইন আনার কথা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকারও।

আরও পড়ুনঃ বিক্ষোভে উত্তরপ্রদেশ রাজস্থানের কৃষকরাও, দাবি না মানা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি

কিছুদিন আগে, হরিয়ানার বল্লভগড়ে ধর্ম পরিবর্তনে রাজি না হওয়ায় প্রকাশ্যে এক যুবতীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এরপরই দেশজুড়ে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘লাভ জিহাদ’ নিয়ে শুরু হয় তুমুল আলোড়ন।

ঘটনার পরিপ্রেক্ষিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার দাবি করেছিলেন, দোষীরা যেন বাঁচতে না পারে এবং কোনও নির্দোষ যাতে শাস্তি না পায় সেদিকে খেয়াল রেখে রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন আনার কথা ভাবছেন তাঁরা। পাশাপাশি তিনি দাবি করেন, লাভ জিহাদের বিষয়ে আইন আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্র সরকারও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here