মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মথুরায় নিষিদ্ধ করা হল মদ, মাংস। সোমবার জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে লখনউয়ে এক অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বড় সিদ্ধান্তের নেন।
তিনি বলেন, “মথুরাবাসীকে তাঁদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণে মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভাণ্ডার ছিল এই মথুরা।” শুধু তাই নয়, এদিন শ্রীকৃষ্ণের কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনাও করেন যোগী।
জন্মাষ্টমীর দিনই মথুরায় মদ এবং মাংসের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন যেগী আদিত্যনাথ। সোমবার এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী এই ব্যবসার সঙ্গে জড়িতদের অন্য কাজে নিয়োগ অর্থাৎ দুধ বিক্রি করার নিদানও দিয়েছেন যোগী।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা গাড়ির, বিধায়কের ছেলে সহ মৃত ৭
এখানেই শেষ নয়, এদিন লখনউয়ের ওই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, “শ্রীকৃষ্ণের জন্মস্থান উন্নয়নে যা যা করতে হয় তাই করা হবে। এই বিষয়ে তহবিলের কোনও অভাব হবে না। পরবর্তীকালে এই স্থানে আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেল বন্ধন ঘটানোরও চেষ্টা চালানো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584