ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
লখিমপুর খেরি যেতে গেলে লখনউ বিমানবন্দরে বাধা দেওয়া হয় রাহুল গান্ধীকেও। প্রশাসনের দাবি নিজের গাড়ি ছেড়ে পুলিশের নির্দিষ্ট করা গাড়িতেই যেতে হবে তাঁকে। তা মানতে নারাজ রাহুল। পুলিশের এই নির্দেশের প্রতিবাদে প্রথমে লখনৌ বিমান বন্দর চত্বরেই বসে পড়েন রাহুল।
বিমানবন্দর চত্বরেই ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিৎ চন্নি দুজনেই তাঁদের রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃ “বিশ্বভারতীর পড়ুয়ারা নেশাখোর, একথা জানলে আত্মহত্যা করতেন রবীন্দ্রনাথ”: অনুব্রত
বেশ কিছুক্ষণ বাকবিতন্ডার পরে প্রশাসনের অনুমতি মেলে। আপাতত রাহুল গান্ধী রওনা হয়েছেন লখিমপুরের পথে, সঙ্গে রয়েছেন ভুপেশ বাঘেল ও চরনজিৎ চন্নি। প্রিয়াঙ্কা গান্ধীকেও অনুমতি দেওয়া হয়েছে লখিমপুর যাওয়ার। তবে জারি রয়েছে ১৪৪ ধারা তাই ৫ জনের বেশি দল নিয়ে যেতে পারবেন না কেউই। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584