করোনা মোকাবিলায় সফল যোগী রাজ্য, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
77

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তংপরতার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সফল হয়েছে যোগী রাজ্য।

Yogi Adityanath PM Modi
যোগী আদিত্যনাথ-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচণের কয়েকমাস আগেই যোগী আদিত্যনাথ সরকারের গুণগানে পঞ্চমুখ হলেন মোদী। বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্রে একটি সরকারি কর্মসূচিতে বৃহস্পতিবার মোদী বললেন, “যে তৎপরতার সঙ্গে উত্তরপ্রদেশ সরকার করোনার দ্বিতীয় ঢেউ রুখে দিতে পেরেছে এবং দ্রুত সংক্রমণে রাশ টানতে পেরেছে তা সত্যিই অভূতপূর্ব এবং প্রশংসনীয়।”

রাজ্যে যখন আছড়ে পরেছিল করোনার দ্বিতীয় ঢেউ ঠিক সেইসময় উত্তরপ্রদেশে কোভিডের এই দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নেয়। যা খবরের শিরোনামে উঠে এসেছিল। উত্তর প্রদেশে গঙ্গা ও অন্যান্য নদীতে কোভিডে মৃতদের দেহ ভেসে যাওয়ার একের পর এক ছবিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহ মামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রধান বিচারপতি

রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড রোগীদের শয্যা ও অক্সিজেনের ভয়াবহ সঙ্কটও বহু বার সংবাদের শিরোনাম হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে কোভিড মোকাবিলায় যোগী সরকারের ভূমিকাকে দরাজ শংসাপত্র দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দেশদ্রোহিতা আইনের ১২৪(এ) ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের দ্বারস্থ প্রাক্তন সেনা

বৃহস্পতিবার বারাণসীর জনসভায় মোদী বলেছেন, “করোনা ভাইরাস প্রবেশ করার আগে অনেক ছোট ধরনের রোগের প্রাদুর্ভাবে যোগী রাজ্যে অনেক বেশি সংখ্যক মানুষ কাবু হয়েছেন। কখনও স্বাস্থ্য পরিষেবার অভাবে আবার কখনও প্রশাসনিক সদিচ্ছার অভাবে। কিন্তু এবার কোভিডের দ্বিতীয় ঢেউ আসায় উত্তরপ্রদেশে সেটা হতে দেখা যায়নি। এটা যোগী সরকারের অভূতপূর্ব তৎপরতার জন্যই সম্ভব হয়েছে।”মোদীর আরও দাবি, গোটা দেশের মধ্যে উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যেখানে সবচেয়ে বেশি টিকাকরণ ও কোভিড পরীক্ষা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here