শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সারা দেশে পুলিশের ৫ লক্ষ ৩১ হাজার পদ শূন্য রয়েছে, সব থেকে বেশি উত্তরপ্রদেশে, জানালো কেন্দ্র।ডিএমকে সাংসদ টিআর পারিভেনধার সংসদে বিস্তারিত জানতে চান, সারা দেশে ঠিক কত সংখ্যক পদ ফাঁকা রয়েছে পুলিশ বাহিনীতে। জবাবে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জি কিশা রেড্ডি মঙ্গলবার সংসদে রাজ্যওয়াড়ি পরিসংখ্যান-সহ জানিয়েছেন তথ্য।
ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর তথ্য অনুযায়ী সারাদেশে পুলিশ বাহিনীতে মোট অনুমোদিত পদের সংখ্যা ২৬ লক্ষ ২৩ হাজার ২২৫, বর্তমানে পদে রয়েছেন ২০ লক্ষ ৯১ হাজার ৪৮৮ জন পুলিশ কর্মী। ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত শূন্যপদের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৭৩৭ টি যার মধ্যে অধিকাংশই উত্তরপ্রদেশে। মঙ্গলবার লোকসভায় জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশা রেড্ডি।
আইনশৃঙ্খলা যেহেতু রাজ্য তালিকাভুক্ত বিষয়, সেখানে রাজ্য সরকারগুলিরই দায়িত্ব শূন্যপদ পূরণের দিকে নজর দেওয়া, লিখিত জবাবে রেড্ডি জানিয়েছেন একথা। রেড্ডি জানিয়েছেন পুলিশে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে উত্তর প্রদেশে, অনুমোদিত পদের সংখ্যা ৪ লক্ষ ১৫ হাজার ৩১৫, তার মধ্যে শূন্য রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৬৫ টি। অর্থাৎ বর্তমানে পুলিশ কর্মীর সংখ্যা ৩ লক্ষ ০৩ হাজার ৪৫০ জন।
আরও পড়ুনঃ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল মিগ-২১ বিমান, মৃত্যু পাইলটের
পশ্চিমবঙ্গে ৫৫,২৯৪ পুলিশ পোস্ট ফাঁকা, বিহারে ৪৭,০৯৯ টি পুলিশ পদ শূন্য, মধ্যপ্রদেশে ৩১,৪৮৮ টি, তেলেঙ্গানাতে ২৯,৪৯২ টি, মহারাষ্ট্রে ২৮,৫৫০ টি ও গুজরাটে ২৭,৩৪৯টি পুলিশ পোস্ট ফাঁকা রয়েছে। দিল্লি পুলিশে ফাঁকা রয়েছে ৯৭৬৭টি পদ।
আরও পড়ুনঃ মাত্র একজন মহিলা বিচারপতি! চিন্তার বিষয়ঃ ডি ওয়াই চন্দ্রচূড়
নাগাল্যান্ড একমাত্র রাজ্য যেখানে অনুমোদিত পদের থেকে বেশি পুলিশ কর্মী রয়েছেন। এখানে ২৬,৭৩৮ টি অনুমোদিত পদ হলেও পুলিশ কর্মী রয়েছেন ২৮, ১১৩ জন, জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তথ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584