কর্মচারীদের ৩ মাস বেতন না দিয়ে মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান ইউপি জল নিগমের

0
161

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

উত্তরপ্রদেশ জল নিগম(ওয়াটার কর্পোরেশন) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তৈরি করা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১.৪৭ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে।কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বিকাশ গোথওয়ালাল এবং পৌর উন্নয়ন মন্ত্রী আশুতোষ ট্যান্ডন নিজে গিয়ে সেই পরিমাণ অর্থের ডিমান্ড ড্রাফ্ট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেন যা কর্পোরেশনের কর্মচারীদের ফেব্রুয়ারি,২০২০-এর একদিনের বেতনের সমান।

কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ওই নিগমের ২৫ হাজার কর্মচারীদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন হয়নি। একইসঙ্গে পেনশনভোগীরাও তাদের প্রাপ্য পাননি বলে  জানা গেছে।

উত্তরপ্রদেশ জল নিগম কর্মচারী ফেডারেশনের কনভেনার অজয় পাল শোমবংশী জানিয়েছেন যে কর্মচারীদের তিনমাস ধরে বেতন দেওয়া হয়নি। তারপরে তারা না জানিয়ে কিভাবে কর্মচারীদের বেতনের টাকা কেটে নিতে পারে? তিনি স্পষ্ট ভাষায় বলেন যে তাদের করোনা ফান্ডে টাকা অনুদান হিসেবে দিতে কোন সমস্যা নেই। কর্মচারীদের বেতন দেওয়ার সময় টাকা নেই , অথচ জল নিগম অনুদানের জন্য টাকা দিতে পারছে। যদি ফেব্রুয়ারি মাসের বেতন থেকে টাকা কাটতেই হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের অবশিষ্ট বেতনও দিয়ে দেওয়া উচিত ছিল।

মন্ত্রী আশুতোষ ট্যান্ডন জানান যে তাঁর জানা মতে কর্মচারীদের অনুমতি নেওয়ার পরেই এই অর্থ অনুদান হিসেবে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এখন কর্মচারীদের কাছ থেকে কিছু আপত্তি আসছে এবং সেটা যুক্তিগ্রাহ্য। শীঘ্রই বেতন ছেড়ে দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here