নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কবলে গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গত ১৮ জুলাই যোগী আদিত্যনাথ সরকারের কারিগরি শিক্ষামন্ত্রীকে লখনউয়ের করোনা হাসপাতাল সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি (এসজিপিজিআই) করা হয়েছিল।
হাসপাতালে থাকলেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি। শনিবার বর্ষীয়ান রাজনীতিবিদ অমর সিংয়ের মৃত্যুর পর তিনি টুইটারে শোকপ্রকাশও করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ভিডিয়োও রিটুুইট করেন তিনি। তার কয়েক ঘণ্টা পর রবিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমলা রানি।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্য সভা সদস্য ও প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিং
নিজের মন্ত্রিসভার সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘ক্যাবিনেট মন্ত্রী কমলা রানি বরুণের পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি আমি। উনি করোনায় আক্রান্ত ছিলেন এবং লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি ছিলেন। উনি অত্যন্ত জনপ্রিয় নেত্রী এবং সমাজকর্মী ছিলেন। মন্ত্রিসভার সদস্য হিসেবে উনি দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন।’
রবিবার অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি পর্যালোচনা করার কথা ছিল যোগীর। কিন্তু তাঁর মন্ত্রিসভার সদস্যের মৃত্যুসংবাদ পেয়ে তিনি অযোধ্যা সফর বাতিল করে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584