বিড়ম্বনায় ইউপি পুলিশঃ ৬ বছর আগে মৃত ব্যক্তির বিরুদ্ধে শান্তি ভঙ্গের নোটিশ

0
103

ওয়েব ডেস্কঃ

নতুন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে সারাদেশ আলোড়িত। সবথেকে বেশি আন্দোলিত হয়েছে উত্তর প্রদেশ। সেখানে ২৩ টা মৃত্যুর ঘটনা ঘটেছে। আন্দোলনে সহিংসতার অভিযোগে উত্তরপ্রদেশে ফিরোজাবাদ পুলিশ ২০০ এর বেশি মানুষকে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগে নোটিশ জারি করা হয়েছে। কিন্তু নোটিশ জারির পরই পুলিশের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পুলিশ ৬ বছর আগে নিহত এক ব্যক্তির বিরুদ্ধেও নোটিশ পাঠিয়েছে।

ছবি সৌজন্যেঃ এবিপি লাইভ ডট ইন

ফিরোজাবাদ পুলিশের জারি করা নোটিশ অনুযায়ী মৃত বান্নে খাঁকে সিটি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে হবে। তাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ১০ লাখ টাকা, সঙ্গে নিতে হবে জামিন।

উল্লেখ্য গত ২০ই ডিসেম্বর নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন সম্পন্ন হয় তাতে পুলিশ ২০০ জনকে চিহ্নিত করে যার মধ্যে মৃত বান্নে খাঁও অন্তর্ভুক্ত রয়েছেন।এই ২০০ জনের মধ্যে শুধুমাত্র মৃত বান্নে খাঁ নন, এই তালিকায় রয়েছেন ৯০ বছর বয়সী সুফি আনসার হোসেন। রয়েছেন ৯৩ বছর বয়সী মির খান। এছাড়াও নোটিশ পৌঁছেছে বিখ্যাত সমাজকর্মী ও রাষ্ট্রপতি ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালামের সাক্ষাতকারী ফাসাহাত খানের নামও।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here