উত্তর প্রদেশের গ্রামের মহিলার উপস্থিত বুদ্ধির জেরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাত্রীবাহী ট্রেনের

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

 

শুধুমাত্র নিজের উপস্থিত বুদ্ধির সাহায্যে বড়সড় রেল দুর্ঘটনা রুখে দিলেন উত্তর প্রদেশের এটাহ জেলার ওমওয়াতি নামের এক গ্রাম্য মহিলা। ওমওয়াতি লক্ষ্য করেন রেল লাইনে রয়েছে বড় ফাটোল। যার জেরে ঐ লাইনে ট্রেন ঢুকলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা , প্রাণহানি হতে পারে বহু মানুষের।

up woman saves rail accident
ছবিঃ টুইটার

 

হঠাৎ করেই তাঁর নজরে আসে ঐ লাইনে একটি ট্রেন আসছে। ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে আর কিছু ভেবে নিজের পরনের লাল শাড়িটি খুলে ফেলেন এবং সামনে থাকা একটি গাছের ডালের সাহায্যে লাল শাড়িটি নাড়তে থাকেন যাতে চালকের দৃষ্টি আকর্ষণ করা যায়।

আরও পড়ুনঃ প্রতিদিন ‘বিকাশ’ জ্বালানির দামে, ১৩ দিনে ১১ বার দাম বাড়লো পেট্রোল -ডিজেলের

স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এতাহ জেলার আভাগড় ব্লকের গুলেরিয়া গ্রামে। এতাহ থেকে তুন্ডলাগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ওই সময় আসছিল। ট্রেনের চালক দূর থেকে লাল কাপড়টি দেখতে পান এবং বিপদের সম্ভাবনা বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। এরপরে তড়িঘড়ি লাইন মেরামত করে প্রায় এক ঘণ্টা পরে ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেন। রক্ষা পায় বহু মানুষের জীবন।

tweet of a police officer
ছবিঃ টুইটার

 

ওমওয়াতির  উপস্থিত বুদ্ধির ফলে এড়ানো যায় বড় রেল দুর্ঘটনা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সকলেই সাধুবাদ জানিয়েছেন তাঁকে। উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিক, নাম শচীন কৌশিক নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন ওমওয়াতির এই ট্রেন দুর্ঘটনা রুখে দেওয়ার কথা। স্যালুট জানিয়েছেন তাঁকে।  ওমওয়াতির এই সাহসিকতার কথা নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে পোস্ট করে তাঁকে সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রী অনুশকা শর্মা।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় এবার কোপ সোশ্যাল মিডিয়ার ওপর, ‘ভুয়ো খবর’ আটকাতে বন্ধ সোশ্যাল মিডিয়া!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here