নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা ধারাবাহিকের গল্পে এবার চাষীর মেয়ের জীবন সংগ্রাম। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘রিমলি’। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌমেন হালদার।
গল্পের নায়িকা রিমলি। সে গ্রামের চাষীর মেয়ে। বাপ-কাকাকে সে চাষের জন্য জীবনপাত করতে দেখেছে। তাই বাপ-কাকার পথেই হাঁটে সে৷ চাষী সম্প্রদায়ের সকলের পাশে থেকে লড়াই চালাতে চায় সে। দেখা হয় ধনী ঘরের নিরহঙ্কারী, শিক্ষিত উদয়ের সঙ্গে। চাষবাস সংক্রান্ত বিষয়ে তার আগ্রহ রয়েছে। বাকিটা জানা যাবে সম্প্রচারের পর।
রিমলির চরিত্রে ইধীকা পাল। উদয়ের চরিত্রে জন। এই ধারাবাহিকে নেগেটিভ রোলে দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তীকে। রয়েছেন মল্লিকা মজুমদার, দেবরঞ্জন নাগ।
কৃষিপ্রধান দেশের স্বর্ণময় অধ্যায়ের আভাস পাওয়া যাবে এই ধারাবাহিকে৷ ‘অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। উদয়ের সঙ্গে কি মিলে যাবে চাষীর মেয়ে রিমলির জীবন? এটাই বড় প্রশ্ন এই মুহূর্তে।
আরও পড়ুনঃ বিষাদের সুর ‘সৌদামিনীর সংসার’-এর সেটে
১৫ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে ৬ টার স্লটে আসছে এই ধারাবাহিক৷ যে সময়ে দাঁড়িয়ে চাষীভাইদের নিয়ে এত কথা, এত আন্দোলন সেই সময়ে দাঁড়িয়ে চাষীর মেয়ে রিমলির আগমন বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584