ফের একবার স্থগিত উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া

0
99

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আবারও মামলার জটিলতায় আটকে গেল উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Calcutta HC

গত জুলাই মাস থেকে চলছে এই মামলার শুনানি। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় দিল স্কুল সার্ভিস কমিশনকে। ফলে এবছরও আর নিয়োগের কোনো আশা রইল না চাকরিপ্রার্থীদের।ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই সময়ের মধ্যে কোনও নিয়োগ করতে পারবে না তারা। শিক্ষা দফতরের সহ-অধিকর্তাকে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১৫ সপ্তাহ পর।

আরও পড়ুনঃ বাংলার নবতম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ

উল্লেখ্য, এর আগে মেধা তালিকা নম্বর সহ প্রকাশ করার দাবি জানিয়েছিল চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশে কমিশন সেভাবেই নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করে। তবে তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে চাকরি প্রার্থীরা। আদালতের দ্বারস্থ হন তারা। আদালত জানায়, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও নিয়োগ করা যাবে না। প্রায় ২৫ হাজার থেকে ৩০ হাজার অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here