ফল প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার, ফল দেখা যাবে UPSC-র ওয়েবসাইটে

0
85

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২০-র ফল। শুভম কুমার প্রথম স্থান অধিকার করেছে সিভিল সার্ভিসের এই পরীক্ষায়, বিহারের বাসিন্দা শুভম মুম্বাই আইআইটির ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে জাগ্রতি আওয়াস্তি, তৃতীয় হয়েছেন অঙ্কিতা জৈন।

UPSC

ইউপিএসসি-র ওয়েবসাইট https://upsc.gov.in/sites/default/files/FR-CSM-20-engl-240921-F.pdf এখানে দেখা যাবে পরীক্ষার ফল।

ইউপিএসসি-র প্রিলিমস পরীক্ষা নেওয়া হয়েছিল গত বছর অক্টোবর মাসে। মেন পরীক্ষা হয় ২০২১ সালে ৮ থেকে ১৭ জানুয়ারী। যে সমস্ত পরীক্ষার্থী মেন-এ উত্তীর্ণ হন তাঁদের ইন্টারভিউ বা পারসোনালিটি টেস্ট নেওয়া হয়। এরা আইএএস, আইপিএস, ও আইএফএস পদে নিযুক্ত হবেন। আর অন্যান্য কেন্দ্রীয় সরকারি পদের জন্য (গ্রুপ এ ও গ্রুপ বি) পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছর ২ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই সব কটি পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here