নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য সুখবর। এইমুহূর্তে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বর্তমানে রেল চলাচলও স্বাভাবিক হয়নি। এহেন পরিস্থিতির জন্য নয়া দিল্লিতে পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়া সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিমানে যাতায়াতের খরচ দেবে বলে জানাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।
মঙ্গলবার কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশন প্রার্থীদের থাকার ব্যবস্থা ও পরিবহণের খরচ দিয়ে সহায়তা করা হবে। ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে কার্যকরী না হওয়ায় কমিশন, এককালীন ব্যবস্থা হিসাবে, ব্যক্তিত্ব পরীক্ষার জন্য আসা প্রার্থীদের সর্বনিম্ন ‘আসা যাওয়ার বিমান ভাড়া’ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ বেসরকারি স্কুল ফি মামলাঃ ১৫ আগস্টের মধ্যে বেতন মেটানোর নির্দেশ হাইকোর্টের
২০১৯ সালে ২৩০৪ জন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার্থী ছিলেন। ওই পরীক্ষার্থীদের পার্সোনালিটি টেস্ট দেওয়া কথা ছিল অনেক আগেই। কিন্তু করোনা সংক্রমণ রুখতে ২৩ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে স্থগিত হয়ে গিয়েছিল পরীক্ষা। তারপর কমিশন ৬২৩ জন পরীক্ষার্থীর পার্সোনালি টেস্টের সিদ্ধান্ত নেয় বলে জানায় ইউপিএসসি।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতির জন্য বাতিল অমরনাথ যাত্রা
কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে, বর্তমানে দেশজুড়ে লকডাউন শিথিল হয়েছে। আর তাই ২০-৩০ জুলাই পর্যন্ত অবশিষ্ট প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এবং এ বিষয়ে সমস্ত প্রার্থীদের যথাযথভাবে আগেই অবহিত করা হয়েছে।
ইউপিএসসি-র বিবৃতিতে রাজ্য সরকারের উদ্দেশে অনুরোধ করা হয়েছে যে, ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ই-মেল পাওয়া প্রার্থীদের বিধিনিষেধযুক্ত অঞ্চলের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ইউপিএসসির তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584