নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্ণর শ্রী উর্জিত প্যাটেল তাঁর একটি বই প্রকাশের অনুষ্ঠানে বর্তমান কেন্দ্রীয় সরকারের সাথে তাঁর সংঘাতের কারণ এবং তারই ফলস্বরূপ তাঁর পদত্যাগের বিষয়টি জনসমক্ষে স্পষ্ট করেন। শ্রী উর্জিত প্যাটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকাকালে চেয়েছিলেন ইন্সল্ভেন্সি আইনে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন সেই নিয়েই মতপার্থক্য হয় প্রধানমন্ত্রীর সাথে।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে সব ব্যাংকে নির্দেশ জারি করা হয় যাতে বলা হয় যেসব লোনগ্রহীতা ঋণ পরিশোধের ক্ষেত্রে ক্রমান্বয়ে দেরি করছেন তাদের ডিফলটার ঘোষণা করা হোক জরুরি ভিত্তিতে, দেউলিয়া ঘোষণা করার পর তাদের নিজেদের সম্পত্তি পুনরায় ক্রয় করা থেকে বর্জন করা হোক।
আরও পড়ুনঃ ১১ হাজারের বেশি করোনা রুগী উধাও! সম্পূর্ণ অজ্ঞাত বিবিএমপি
এই পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শ্রী প্যাটেল সহমত ছিলেন; এই ক্ষেত্রে প্রধান বিরোধিতা আসে প্রধানমন্ত্রীর থেকে। শ্রী প্যাটেলের উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ ঋণ গ্রহীতাদের কাছে এই বার্তা পৌঁছনো যে ব্যাংক ঋণ পরিশোধ না করলে তাঁরা তাঁদের ব্যবসা হারাবেন।
শ্রী উর্জিত প্যাটেলের মত, এই জাতীয় বড় ধরণের লোন পরিশোধ না হওয়ার ফলে ব্যাংকগুলিকে বেল আউট করার যে সমস্যা তা চলতেই থাকবে, কিন্তু সরকার যদি ইন্সল্ভেন্সি আইনের ক্ষেত্রে এই পরিবর্তনে সায় দিতেন তাহলে অর্থনীতির সাম্য বজায় রাখা সম্ভব হতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584