নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামে শনিবার থেকে শুরু হল উরুস মোবারক। জানা গিয়েছে, এবার দরবেশ তফিয়তের ২০তম উরুস মোবারক।
তবে এবছর উরুস মোবারক অনুষ্ঠিত হলেও মাজার চত্বরে মেলা বসানো হবে না। এছাড়া, মাস্ক ব্যবহার না করলে মাজারে পূণ্যার্থীদের প্রবেশ করতে দেওয়া হবেনা বলে জানিয়েছে উরুস মোবারক পরিচালন কমিটি। এদিন সকালে রক্তদান শিবিরের মধ্য দিয়ে উরুস মোবারকের সূচনা হয়।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সম্ভাবনা
কমিটির তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দেশ এখনও করোনা সংক্রমণ থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি। তাই দোকানপাট বসানো নিষিদ্ধ করে ভিড় সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক ছাড়া মাজারে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584