প্রাণে বাঁচতে একই বিমানে কয়েকশো আফগানবাসী, প্রকাশ্যে এল হৃদয়বিদারক সেই ছবি

0
150

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

প্রাণের দায়ে কেউ চড়েছে বিমানের ভিতর আবার কেউ চড়েছেন বিমানের ছাদে। যেমন করে হোক বিমানে উঠতে পারলেই যেন মুক্তি। কেউ সিড়ি ধরে ওঠার চেষ্টা করছেন আবার কেউ লাফিয়ে সিঁড়িতে ওঠার চেষ্টা করছেন। আবার বিমানের ছাদ থেকে পরে যাচ্ছেন কেউ কেউ। তালিবানের দখল করা কাবুলের এমন করুণ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেনি বিশ্ববাসী। মঙ্গলবার ফের এক হৃদয়বিদারক ছবি প্রকাশ্যে এল।

US aircraft at Afganistan
ছবি: সংগৃহীত

সেই ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে বসে রয়েছেন প্রায় কয়েকশো মানুষ। কারোর কোলে দুধের শিশু, কেউ আবার শেষ সম্বলটুকু আঁকড়ে বসে রয়েছেন। এরকম ছবি দেখে মনে হতেই পারে যে এটি ট্রেনের অসংরক্ষিত কামরা। কিন্তু এটি আসলে বিমানের ভিতরের ছবি। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল আফগানবাসীর দুর্দশার এই ছবি।

সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন কয়েকশো আফগানবাসী। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে।

আরও পড়ুনঃ শুধুই আল কায়দার বিরুদ্ধে লড়তে গিয়েছিল আমেরিকা, সেনা প্রত্যাহারের সঠিক সময়ঃ বাইডেন

মৃত্যুভয় এতটাই যে শিকেয় উঠেছে করোনাবিধি। তাঁদের মুখে নেই মাস্ক। এরপরই যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাঁদের পরিণতি কী হবে, তা কারোর জানা নেই। অনিশ্চিত সে দেশের ভবিষ্যৎ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here