সৌদি আরবের কাছে ২৯০ মিলিয়ন ডলারের বোমা বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সৌদি আরবের কাছে ২৯০ মিলিয়ন ডলারের বোমা বিক্রির চুক্তিতে অনুমোদন দিলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। ক্ষমতায় থাকার শেষবেলায় এসে মধ্যপ্রাচ্যের কর্তৃত্ববাদী এই রাষ্ট্রটির কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলো ট্রাম্প প্রশাসন।

US Saudi Arabia Deal | newsfront.co

মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস এবং সাধারণ জনগণের বিরোধীতা সত্ত্বেও এই চুক্তির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের যুদ্ধে অসংখ্য অসামরিক সাধারণ মানুষ হত্যার অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও দেশটিকে এমন সামরিক সহযোগিতা করায় অসন্তোষ প্রকাশ করেছেন বহু মার্কিনি সমালোচক।

আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্প প্রভূত ক্ষতি করেছেন মার্কিন নিরাপত্তা সংস্থাগুলিরঃ জো বিডেন

গত মঙ্গলবার ‍মার্কিন প্রতিরক্ষা বিভাগের অন্তর্গত প্রতিরক্ষা নিরাপত্তা করপোরেশন এজেন্সি সৌদি আরবের কাছে জিবিইউ-৩৯ ছোট আকৃতির বোমাসহ এ সম্পর্কিত যুদ্ধোপকরণ বিক্রির অনুমোদনের ঘোষণা করে। একইদিন এই এজেন্সি কুয়েতের কাছে চার বিলিয়ন ডলারের এইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বিক্রির অনুমোদনের কথাও ঘোষণা করে।

আরও পড়ুনঃ দুর্নীতি মামলায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী খাজা মহম্মদ আসিফ

বুধবার নিউইয়র্কভিত্তিক এক থিঙ্কট্যাঙ্ক আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইয়ের বিরুদ্ধে আরব আমির শাহির কাছে ৬৬ মিলিয়ন ডলারের ‘অ্যাডভান্সড ড্রোন’ বিক্রির প্রস্তাবের জন্য মামলা করার পরিকল্পনার কথা জানান।

বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন অস্ত্র বিক্রির যৌক্তিকতা এবং আইনি প্রয়োজনীয়তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এই অস্ত্র বিক্রির ফলে ‍যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং বিশ্ব শান্তির কথা বিবেচনা করতেও প্রশাসন ব্যর্থ বলে মন্তব্য ওই থিঙ্কট্যাঙ্কের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here