‘আপনার মুখ বন্ধ রাখুন’: ট্রাম্পকে সতর্কবার্তা মার্কিন পুলিশ কর্তার

0
584

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের নির্মমভাবে হত্যার ঘটনার জেরে গোটা আমেরিকা জুড়ে এখন চলছে প্রবল বিক্ষোভ ও আন্দোলন। সেই আন্দোলনকে কড়া হাতে দমন করার পক্ষে মত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

বিভিন্ন স্টেট গভর্নরদেরকে ফোন করে ট্রাম্প দোষারোপ পর্যন্ত করেন যে তাঁরা আন্দোলন দমনে নমনীয়তা দেখাচ্ছেন। তার পরিবর্তে তাঁদেরকে কড়া হাতে এই আন্দোলন দমন করার নির্দেশ দেন।

সেই প্রসঙ্গেই সংবাদ সংস্থা সিএনএনের এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে হাউসটোন পুলিশ প্রধান আর্ট অ্যাকেভেডো  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখার পরামর্শ দেন।

ওই অনুষ্ঠানে পুলিশকর্তা বলেন, ” দেশের পুলিশ প্রধানদের পক্ষ থেকে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টকে বলছি: আপনার যদি গঠনমূলক কিছু বলার না থাকে, তাহলে দয়া করে আপনি আপনার মুখ বন্ধ রাখুন।”

আরও পড়ুন:হোয়াইট হাউজ ঘিরে বিক্ষোভ, মাটির তলায় ডোনাল্ড ট্রাম্প!

এই আন্দোলনের জেরে শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনকি হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে আশ্রয় নিতে হয়।প্রায় ঘণ্টাখানেক মাটির তলায় ঘাপটি মেরে থাকতে হয় তাঁকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here