ভারত ও চিনের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত আমেরিকা: ট্রাম্প

0
66

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ভারত ও চিনের মধ্যে চলমান সীমান্ত সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে রাজি আছে আমেরিকা-এমনটাই জানালেন সেখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকেই সীমান্ত সমস্যার ব্যাপারে মধ্যস্থতা করতে রাজি আছেন বলে জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। মঙ্গলবার সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এরপরই উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গিয়েছে প্যানগং লেক থেকে ২০০ কিমি দূরে তিব্বতের গারি গুনশা বিমান ঘাঁটিতে বড় মাপের নির্মাণ কাজ চালাচ্ছে চিন। সেখানে হাজির বেশ কিছু যুদ্ধবিমানও। এছাড়া আরও একটি ছবি সামনে এসেছে। সেই তৃতীয় ছবিতে কাছ থেকে বিমানবন্দরটিকে দেখা যাচ্ছে। যার প্রধান রাস্তায় চারটি যুদ্ধবিমানকে পাশাপাশি দেখা যাচ্ছে।মনে করা হচ্ছে ওগুলি চিনের ‘পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স’-এর জে-১১ বা জে-১৬ যুদ্ধবিমান।

এদিকে, চিন-লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়ালে ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন বাড়াবে। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভারতের যে পরিকাঠামো উন্নয়নের কাজ নিয়ে চিনা সেনা আপত্তি তুলেছে, তা-ও চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন:সেনাকে যুদ্ধের জন্য তৈরি হতে নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট

প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে প্যানগং লেকে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর ৯মে একটি ভারতীয় টহলদারী দলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চিনা সেনারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here