আরও চাপে মোদী সরকার, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে পম্পেওকে চিঠি মার্কিন আইন প্রণেতাদের

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষকদের প্রতি সমর্থন বাড়ছে অন্যান্য দেশে, স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে মোদী সরকারের উপর। কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগের কথা ভারতের বিদেশ সচিবের কাছে উত্থাপনের দাবি জানিয়েছেন ইন্দো-আমেরিকার কংগ্রেস প্রতিনিধি প্রমীলা জয়পাল সহ সাত মার্কিন প্রভাবশালী আইন প্রণেতা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছেন তাঁরা।

Farmers protest | newsfront.co
ফাইল চিত্র

যদিও কৃষক বিক্ষোভকে ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে কেন্দ্র, এক্ষেত্রে অন্যকোনও দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে দাবি করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

আরও পড়ুনঃ আইন প্রত্যাহার না হলে বরিসকে আসতে মানা

২৩ ডিসেম্বর মাইক পম্পেওকে লেখা সাত আইন প্রণেতার চিঠিতে উল্লেখ করা হয়েছে, “ভারতে চলা কৃষক বিক্ষোভ নিয়ে পাঞ্জাবের শিখ আমেরিকানরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে আমাদের আর্জি, বিদেশে রাজনৈতিক বক্তব্য প্রকাশের স্বাধীনতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে পোক্ত করতে দ্রুত ভারতের বিদেশ সচিবের কাছে বিষয়টি উত্থাপন করা হোক।” এক্ষেত্রে ভারতকে পরামর্শেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পৌষ মেলা লোকাল ফর ভোকালের আক্ষরিক রূপ- বিশ্বভারতীর শতবর্ষে জানালেন আচার্য মোদী

ডিসেম্বর মাসের প্রথমেই কংগ্রেস প্রতিনিধি জিম কোস্টা ও শেলিয়া জ্যাকসন লি-ও ভারতের প্রতিনিধিকে চিঠি দিয়ে বিক্ষোভকারী কৃষকদের সমর্থনের কথা জানিয়েছিলেন। কৃষক আন্দোলনকে দমনপীড়ন করে আটকানোর সরকারি প্রচেষ্টারও বিরোধিতা করেছিলেন।

ডেমোক্র‍্যাট মার্কিন আইন প্রণেতা ডেভিড ট্রন ভারত সরকারের কাছে কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন। এক্ষেত্রে সুপ্রিমকোর্টের মধ্যস্থতারও আর্জি জানিয়েছিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here