ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
তিমির পেটে গিয়েও ফিরে আসার কথা শুনেছেন কখনও। এবার তাই ঘটল মার্কিন এক ডুবুরির সাথে। প্রায় ৫০ ফিট এক হ্যাম্পব্যাক তিমির পেটে গিয়েও বেঁচে ফিরে এলেন তিনি।
ব্যক্তির নাম মাইকেল প্যাকার্ড, প্রায় ৪০ বছর ধরে কেপ কডে ডুবুরির কাজ করে চলেছেন তিনি। লবস্টারও শিকার করেন। মাইকেল জানিয়েছেন, তিনি ও তার সঙ্গী নৌকায় করে হেরিং কোভে গিয়েছিলেন। তারপর নৌকা থেকে জলে ঝাঁপ দিতেই বিশাল একটা ধাক্কা লাগে। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। কিছু সময় পরে বুঝতে পারেন, তিনি সেই মুহূর্তে তিমির মুখের ভিতরে রয়েছেন।
আরও পড়ুনঃ ‘পকেট ভেন্টিলেটর’, মাত্র ২০ দিনেই নয়া আবিষ্কার বাঙালি বিজ্ঞানীর
অনেক চেষ্টা করে যখন আর কোনো আশা দেখছেন না ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন বাতাসে ছুঁড়ে ফেলা হচ্ছে তাঁকে। এরপর সাথে আসা তার সঙ্গী তাঁকে উদ্ধার করে নৌকায় তোলেন। মাইকেল জানান, তিনি প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ড ছিলেন ওই তিমির পেটে। তিমিটির ওজন প্রায় ৩৬ টন। প্রায় আধ মিনিট পর মাছটির থুতুর সঙ্গে বেরিয়ে আসে সে। আর এভাবেই শেষপর্যন্ত তিমির থেকে রক্ষা। তবে শুধুমাত্র গোড়ালিতে হাল্কা চোট ছাড়া আহত হননি তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584