চুরি হওয়া একাধিক প্রত্নতাত্ত্বিক সামগ্রী ভারতকে ফিরিয়ে দিল আমেরিকা

0
109

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

সে অনেক যুগ আগের কথা। ভারত থেকে চুরি হয়েছিল ঐতিহাসিক শিল্পকর্ম। আর সেগুলি সব ছিল আমেরিকায়। কিন্তু একথা জানা ছিল না কারোরই। সম্প্রতি পুরাকীর্তি ও ঐতিহাসিক শিল্পকর্মের চুরি, বেআইনি বাণিজ্য ও পাচার নিয়ে একটি তদন্ত করতে গিয়ে সেগুলি খুঁজে পায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই এদেশ থেকে চুরি হওয়া একাধিক প্রত্নতাত্ত্বিক সামগ্রী ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

India america

যেসব প্রত্নতাত্ত্বিক সামগ্রী ভারতকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেগুলির মূল্য আনুমানিক ১৫ মিলিয়ন ডলার। নিউ ইয়র্ক সিটিতে ভারতীয় কনস্যুলেট আয়োজিত একটি অনুষ্ঠানে পাচার হয়ে যাওয়া ১৫৭টি শিল্পকর্ম ভারতকে হস্তান্তর করে আমেরিকা। এর মধ্যে রয়েছে একটি ব্রোঞ্জের শিব নটরাজ মূর্তি। যার বর্তমান মূল্য প্রায় ৪ মিলিয়ন ডলার।

শিবের নটরাজ মূর্তিটি উদ্ধার হয়েছে ন্যান্সি ওয়েনারের কাছ থেকে। ওই নটরাজ মূর্তি ছাড়াও আমেরিকায় পাচার হয়ে যাওয়া ওই সামগ্রীগুলির মধ্যে রয়েছে লক্ষ্মী-নারায়ণ, বুদ্ধ, বিষ্ণু, শিব-পার্বতী এবং ২৪ জন জৈন তীর্থঙ্করের মূর্তি, ২ হাজার বছর আগের টেরাকোটার কাজের ফুলদানি, একাদশ শতাব্দীর নানা ঐতিহাসিক সামগ্রী-সহ আরও অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী।

আরও পড়ুনঃ অন্তত ৩০ মিনিট আগে স্কুলে পৌঁছতে হবে পড়ুয়াদের, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

বেশ কয়েকদিন ধরেই ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস, ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন শাখার তরফে পুরাকীর্তি ও ঐতিহাসিক শিল্পকর্মের চুরি, বেআইনি বাণিজ্য ও পাচার হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। ভারত থেকে এই সামগ্রীগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ডিলার সুভাষ কাপুরের মাধ্যমে পাচার করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সুভাষ কাপুর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here