করোনা থাবায় মৃত্যু কাঁপুনিতে তটস্থ আমেরিকা, অনুমান প্রাণহানির সংখ্যা ছাড়াবে লক্ষাধিক

0
57

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

করোনার সর্বগ্রাসী উর্ধ্বমুখী থাবায় এখনও পর্যন্ত মৃত্যুর পরিসংখ্যানে এগিয়ে আছে ইতালি কিন্তু করোনা মৃত্যু মিছিলে তাকে ছাপিয়ে যাবে বলেই অনুমান হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের।

corona outbreak | newsfront.co
চিত্র সৌজন্যঃ দি ওয়াশিংটন পোস্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে গত চব্বিশ ঘন্টায় ২ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যায় যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। করোনা আক্রান্ত কোন দেশেই গত চারমাসে একসাথে একদিনে এতো মানুষের মৃত্যু হয়নি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান অনুযায়ী শনিবার সাড়ে ১০টা পর্যন্ত ইতালিতে মৃত্যুর সংখ্যা ছিল ১৮ হাজার ৮৪৯, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৭। মৃত্যু হারের এই উর্ধগতিতে মনে করা হচ্ছে ইতালিকে পিছনে ফেলা শুধু সময়ের অপেক্ষা। বাড়ছে আক্রান্তের সংখ্যাও, এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ৫৬০ জন। সুস্থ হয়েছেন ২৯ হাজার ১৩২ জন।

আরও পড়ুনঃ বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ লক্ষ

আমেরিকায় করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ নিউইয়র্কে। এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত ১ লক্ষ ৭০ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৮০০ জন।

এই পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ কেড়ে নেবে আরও অনেক মানুষের জীবন বলেই আশঙ্কা হোয়াইট হাউস টাস্ক ফোর্সের। তাদের অনুমান অনুযায়ী ১ থেকে ২ লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here