ভারতে একাধিকবার মানবাধিকার লঙ্ঘন, উদ্বেগ প্রকাশ বিডেন প্রশাসনের

0
69

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মার্কিন বিদেশ দফতরের রিপোর্ট অনুযায়ী ভারতে একাধিকবার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ‘২০২০ কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ নামক এই রিপোর্ট প্রকাশিত হয় মঙ্গলবার। এই রিপোর্টেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। তবে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে সন্তোষজনক তথ্য প্রকাশ করেছে মার্কিন বিদেশ দফতরের ওই রিপোর্ট।

India Britain | newsfront.co
কোলাজ চিত্র

সংবিধানের ৩৭০ ধারা উপত্যকার ওপর থেকে তুলে নেওয়ার পর অবস্থা অনেক ভালো জম্মু-কাশ্মীরের। এমনটাই উল্লেখ রিপোর্টে। তবে অন্তত ১২টি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ভারতে এমনই বলছে মার্কিন রিপোর্ট, যাতে অস্বস্তিতে পড়েছে কেন্দ্র ।

এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল খুন, থানায় পুলিশের নির্যাতন, জেলা আধিকারিকদের নিগ্রহ, সরকারি সংস্থার দ্বারা অযৌক্তিক গ্রেফতারি এবং জেলের ভয়াবহ অবস্থা।মার্কিন এই রিপোর্টে দাবি, ‘ভারতে সংবাদপত্রের স্বাধীনতা অনেক ক্ষেত্রে খর্ব করা হয়েছে। শুধু তাই নয়, বেআইনি ভাবে সাংবাদিকদের গ্রেফতার ও তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করে সংবাদপত্রের বাক-স্বাধীনতা হরণ করার চেষ্টা হয়েছে।‘

বিডেন প্রশাসনের বিদেশ দফতর জানিয়েছে, যে সব সংস্থা বা ব্যক্তি সমানাধিকারের জন্য লড়াই করছেন, তাঁদের বিরুদ্ধেও অনেক সময় মিথ্যে মামলা দায়ের হয়েছে। কেউ সরকার-বিরোধী মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে হেনস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ উধাও রবীন্দ্রনাথের ছবি! বদলে গেল শান্তিনিকেতন এক্সপ্রেস

রিপোর্টে বলা, ‘বেসরকারি সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেআইনি ভাবে। এছাড়া অনেক ক্ষেত্রেই দুর্নীতির সঙ্গে আপস করা হয়েছে। কোনও ক্ষেত্রে আবার অতিসক্রিয়তা দেখিয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থা। এছাড়া লঙ্ঘিত হয়েছে ধর্মীয় স্বাধীনতা‘। ভারতে শিশু শ্রম রয়েছে এখনো এবং মহিলাদের উপর জোর খাটানোর মতো সমস্যা রয়েছে বলেও উল্লেখ এই রিপোর্ট।

আরও পড়ুনঃ ফের প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র

অবশ্য জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ঢালাও প্রশংসা করা হয়েছে মার্কিন বিদেশ দপ্তরের রিপোর্টে।বলা হয়েছে, সরকার ধীরে ধীরে জম্মু-কাশ্মীরের উপর থেকে অনেক বিধিনিষেধ সরিয়েছে। সুরক্ষার কড়াকড়ি কিংবা ইন্টারনেট পরিষেবা না থাকায় উপত্যকার মানুষদের যে সমস্যা হচ্ছিল তা অনেকটাই লাঘব হয়েছে। বেশ কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা শুরু হলেও এখনও ৪জি পরিষেবা অনেক জায়গাতে শুরু হয়নি।

এছাড়া রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া ও উপত্যকায় নির্বাচন করানোর মতো পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। জম্মু-কাশ্মীরে এখনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও জঙ্গিদের হাতে নিরাপত্তারক্ষী ও সাধারণ মানুষের মৃত্যুর পরেও যে ভাবে সরকার সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে তার প্রভূত প্রশংসা করা হয়েছে রিপোর্টে।

এর আগেও ভারতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে রিপোর্টে দাবি করেছিল আমেরিকা। সেই রিপোর্ট খারিজ করেছিল ভারত। এক্ষেত্রে কেন্দ্রের কি প্রতিক্রিয়া হয় সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here