বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন অনুদান বন্ধে চিন্তিত চীন

0
149

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বিশ্ব স্বাস্থ্যসংস্থার মার্কিন অনুদান বন্ধ হওয়া নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানালো চীন। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বঘোষিত হুমকির পর এবার সরাসরি জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপুল টাকার অনুদান দেয় তা আর তারা দেবে না।

Corona | newsfront.co
প্রতীকী চিত্র

গত বছর ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান করেছিল। যদিও গতকাল ট্রাম্পের এই ঘোষণার পর হু এর পক্ষ থেকে এখনও কোনও সরাসরি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে চীন এপ্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানিয়েছে।

চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজান বলেন, ‘আমেরিকায় হু’র আর্থিক সাহায্য স্থগিত করার বিষয়ে আমরা গভীরভাবে চিন্তিত। বর্তমানে বিশ্বে মহামারীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। এটা সংকটজনক পরিস্থিতি। মার্কিন সিদ্ধান্তের ফলে হু’র ক্ষমতা হ্রাস পাবে ও মহামারীর বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতাকে লঘু করে দেবে।’

উল্লেখ্য ,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে বহুদেশে কার্যত মহামারির আকার নিয়েছে। চীনের উহান প্রদেশে এই ভাইরাসের সূত্রপাত। যদিও চীন গত বছরের শেষের দিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই ভাইরাসটির ব্যাপারে জানিয়েছিল।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট প্রথম থেকে অভিযোগ করে আসছেন হু চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে এবং কোনরকম দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ রুখতে তারা ব্যর্থ হয়েছে।যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন আগামীতে হু এর কার্যবিধি খতিয়ে দেখে অনুদানের বিষয়টি আবারও ভাবা হবে। তবে আপাতত অনুদান স্থগিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here