২৭ বছর আগের হিমায়িত ভ্রূণ থেকে সন্তান প্রসব মার্কিন স্কুল শিক্ষিকার

0
146

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২৮ বছর বয়সী মার্কিন স্কুল শিক্ষিকা জন্ম দিলেন এক কন্যা সন্তানের। বিস্ময়কর বিষয় হলো, যে ভ্রূণ থেকে শিশুটির জন্ম, ওই ভ্রূণের বয়সই ২৭ বছর। এত পুরনো হিমায়িত ভ্রূণ থেকে মানব শিশু জন্মানোর বিশ্বরেকর্ড স্থাপিত হল।

child | newsfront.co
প্রতীকী চিত্র

নবজাতকের নাম রাখা হয়েছে মলি গিবসন। গত অক্টোবরে তার জন্ম হয়। দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান ছিলেন গিবসন দম্পতি। সন্তান মলিকে পেয়ে তাঁরা আপ্লুত।

জানা গিয়েছে, যে ভ্রূণ থেকে মলির জন্ম, সেটি ১৯৯২ সালে হিমায়িতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। গত ফেব্রুয়ারিতে তা স্থাপন করা হয় টিনা গিবসনের গর্ভে। সেই ভ্রূণ থেকেই অক্টোবরে জন্ম নিল মলি।

আরও পড়ুনঃ ক্রিসমাস অনুষ্ঠানে আরও চার বছর হোয়াইট হাউসে কাটানোর ইচ্ছা প্রকাশ ট্রাম্পের

বিশ্বে প্রথম ভ্রূণ হিমায়িত করে তার থেকে শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ায়। তবে দীর্ঘতম সময় হিমায়িত করে রাখা ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু হলো মলি।

টিনার স্বামী ৩৬ বছর বয়সী বেন গিবসন সাইবার নিরাপত্তা বিশ্লেষক। নিঃসন্তান এই দম্পতি সন্তানের আকাংখ্যায় বহু চিকিৎসা করিয়েছেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

আরও পড়ুনঃ রোমানিয়াতে দেখা মিলল রহস্যময় মনোলিথের

চরম হতাশাজনক মুহূর্তে টিনার মা-বাবা স্থানীয় এক সংবাদমাধ্যম থেকে ভ্রূণ দত্তক নেওয়ার বিষয়ে জানতে পারেন, তাঁদের পরামর্শেই গিবসন দম্পতি শরণাপন্ন হন এনইডিসির। তাদের সংগ্রহে থাকা একটি ভ্রূণ দত্তক নেন এই দম্পতি। সেই হিমায়িত ভ্রূণ থেকেই জন্ম হলো শিশুকন্যা মলির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here