নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টার কোভিড টিকা নিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস। লাইভ টিভি অনুষ্ঠানে সম্প্রচারিত হয় তাঁর টিকা নেওয়ার সেই দৃশ্য।
টিকা নেওয়ার পাশাপাশি টিকাকরণের চলতি প্রক্রিয়ায় আস্থা রাখতে দেশের মানুষকে আবেদন করেন তিনি। টিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমি লোকজনকে মনে করিয়ে দিতে চাই, তাদের সহায়তার বিশ্বস্ত উৎস (টিকা) রয়েছে।’
টিকা নেওয়ার সময় কমলা হ্যারিস মাস্ক পরেছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির যে মেডিকেল সেন্টারে টিকা নেন, সে এলাকাটি আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত। চলতি করোনা অতিমারীতে তাঁদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার অত্যন্ত বেশি।
আবার সমীক্ষা বলছে, তাঁদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহও সবচেয়ে কম। তাই জেনেশুনেই ওই এলাকার ইউনাইটেড মেডিক্যাল সেন্টারকে কমলা বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তবে ফাইজার নয়, কমলা হ্যারিস নিয়েছেন মোডার্নার টিকা।
আরও পড়ুনঃ করোনা নিয়ে প্রতিবেদন, মহিলা সাংবাদিককে কারাদন্ড চিনের
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও ২১ ডিসেম্বর করোনার টিকা নেন। এদিন তিনি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন। তাঁর টিকা নেওয়ার দৃশ্যও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।
আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্প প্রভূত ক্ষতি করেছেন মার্কিন নিরাপত্তা সংস্থাগুলিরঃ জো বিডেন
৭৮ বছর বয়সী বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। তাঁর স্ত্রী জিল বাইডেনও সেদিন টিকার প্রথম ডোজ নেন। টিকার নিরাপত্তার বিষয়ে মার্কিন জনগণকে বাইডেনও আশ্বস্ত করেছেন।
এদিকে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত করোনার টিকা নেননি। কবে করোনার টিকা নেবেন, সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584