ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
শনিবার আমেরিকা যুক্তরাষ্ট্র ও তালিবানদের ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হল এবং একই সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য আগামী ১৪ মাসের মধ্যে সরিয়ে নেওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হল। ফলে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের পরিসমাপ্তি ঘটল বলা যায়।
#LATEST: U-S and Taliban sign peace deal.#Newstalk1010 https://t.co/iAY2SJ2e4E pic.twitter.com/X5J4gIWX5B
— NEWSTALK1010 (@NEWSTALK1010) February 29, 2020
শান্তি চুক্তি সম্পন্ন হল কাতারের রাজধানী দোহা’য়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জালমে খালিলজাদ। অন্যদিকে তালিবানদের পক্ষে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন তাদের রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল গনি বরাদার। এই চুক্তির সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পিও।
এর আগে ২১ শে ফেব্রুয়ারি মাইক পম্পিও জানিয়েছিলেন যে পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী ২৯ তারিখে তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি পাকা করবে আমেরিকা। শুরু হবে সেনা প্রত্যাহার প্রক্রিয়াও।
উল্লেখ্য,২০০১ সালে মার্কিন সেনাবাহিনী তৎকালীন আফগানিস্তান সরকারকে গদিচ্যুত করে নতুন সরকার গড়ে তোলে। তালিবানরা সেই নতুন সরকারকে পুতুল সরকার আখ্যা দিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে রাজি হয়নি। শান্তি চুক্তির পর এবার সরকারের সঙ্গে আলোচনায় বসার রাস্তাও খুলল।(ফিচার ছবি সৌজন্যে:Newstalk1010)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584